সংবাদ বিজ্ঞপ্তি : স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর ১নং ওয়ার্ড। ১৭ মার্চ বুধবার, শহর জামায়াতের ১নং ওয়ার্ড সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
১নং ওয়ার্ড সেক্রেটারী হাসনাত মুহাম্মদ ইউনুছের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক দেলাওয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা এজাবত উল্লাহ কুতুবী, ১নং ওয়ার্ড সহ-সভাপতি ছৈয়দ আলম কোম্পানি, বায়তুলমাল সেক্রেটারী রহমত উল্লাহ, নুর মোহাম্মদ, কলিম উল্লাহ, রেজাউল করিম প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ৫০টি বছর পার হলেও বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায়নি। স্বাধীন বাংলাদেশের যে ঐক্যের চেতনাকে ধারণ করে পথ চলার কথা ছিল, স্বার্থান্বেষী মহলের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। অনৈক্য ছড়িয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তাই আজ গনতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারই হোক স্বাধীনতা ৫০ বছর পূর্তির মূল আঙ্গীকার। আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রচার সেক্রেটারী
কক্সবাজার শহর।
