গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহাম্মদ, পৌর মেয়র হাজ্বী মোঃ ইসলাম, টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন) শরীফ ইবনে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া।
সভার শুরুতেই টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা সমস্যার কথা তুলে ধরেন, হ্নীলা ইউপির চেয়ারম্যান এইচ,কে আনোয়ার, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহাম্মদ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান, নুর আহাম্মদ আনোয়ারী। সভায় আরো বক্তব্য রাখেন, আইনশৃংখলা কমিটির সদস্য জহির হোসেন এম,এ, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম।
টেকনাফ উপজেলার মাদক পাচার, রোহিঙ্গাদের অবাধ বিচরন প্রতিরোধ করাসহ বিভন্ন সমস্যা নিয়ে গঠন মুলক বক্তব্য রাখেন। পাশাপাশি জাতীয় ইলিশ সম্পদ সংরক্ষনে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ২২ দিন যাবত সাগর ও নদীতে ইলিশ মাছ আহরন,পরিবহন,মজুদ ও বাজারজাতকরন করা সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে।
সেই নির্দেশনা বাস্তবায়ন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা করার জন্য আহবান জানান। তারা আরো বলেন, ইয়াবা পাচার কমাতে টেকনাফ উপজেলার প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সবাইকে আন্তরিক ও দেশ প্রেমিক হিসাবে কাজ করতে হবে। এলাকায় মাদক কারবারে যারা এখনো সক্রিয় ভাবে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাফর আহাম্মদ দুঃখ প্রকাশ করে বলেন, চলমান মাদক পাচার প্রতিরোধে আইনশৃংখলা বাহিনীর জনবল বৃদ্ধি হওয়ার পরও মাদক পাচার প্রতিরোধে এখনো কোন পরিবর্তন আসেনি! মাদক পাচার প্রতিরোধে দলবল নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং স্থানীয় মিডিয়া কর্মীগন।
