বিশেষ প্রতিনিধি : টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকানো ২০ লাখ টাকাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)। সে ব্লক-বি এর মৃত খলিলুর রহমানের ছেলে নুর বারেক (২৫)।
শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-আই এর রোহিঙ্গা হাজী সুলতানের বাড়ি থেকে এসব টাকাসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের হাজী সুলতানের বসত ঘরে অবৈধ অস্ত্র মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত টাকাসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
উদ্ধারকৃত এসব টাকা মাদক ও স্বর্ণ চোরাচালানের নাকি হুন্ডির অথবা কোন দূবৃর্ত্ত চক্রের তা নিশ্চিত হওয়া যায়নি।
