বার্তা পরিবেশক : টেকনাফ রেজিস্ট্রি অফিস থেকে ফেরার পথে জাদিমোরা এলাকায় এক বান্ডেল জমি সংক্রান্ত রশিদ পাস হারিয়েছে। কোন সুহৃদবান ব্যক্তি এই রসিদ পাসের বান্ডেলটি পেলে নিম্মোক্ত মোবাইল নাম্বারে জানানো হলে পুরস্কৃত করা হবে।
গত ২৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪টারদিকে হ্নীলা বাসষ্টেশনের দলিল লেখক মোঃ রফিকুল ইসলাম রেজিষ্ট্রি অফিসে জমি সংক্রান্ত কাজ শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে জাদিমোরা মসজিদ সংলগ্ন এলাকায় প্র¯্রাব করতে দাড়ায়। গাড়ি দাড় করে দ্রæত প্র¯্রাব করতে যাওয়ার সময় অসাবধানতাবশত জমির রসিদ পাস বান্ডেলটি ফেলে প্র¯্রাব করতে যায়। এরপর ফিরে এসে উক্ত রসিদ পাস বান্ডেলটি আর পাওয়া যায়নি। উক্ত রসিদ বান্ডেলের প্রতিটি কাগজের উপরে মোঃ রফিকুল ইসলাম লেখা রয়েছে।
কোন ব্যক্তি রসিদ পাস বান্ডেলের সন্ধান পেলে নিম্ম ঠিকানায় জানানোর জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ_
মোঃ রফিকুল ইসলাম.
✍️দলিল লিখক
মোবাইল নং-০১৮৮২-২৮৫৬৫১,০১৮৪৬-৪৩০৭৩০।
