টেকনাফে পৃথকভাবে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

উপজেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী ও সা.সম্পাদক আলহাজ্ব নুরুল বশরের নেতৃত্বে

নুরুল করিম রাসেল :
বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ পৃথকভাবে কর্মসূচী পালন করেছে। সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি গ্রুপ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অপরদিকে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশরের নেতৃত্বে অপর গ্রুপ শাপলা চত্বর এলাকায় অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
64822935 174907870188667 4901180674037252096 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একি স্থানে এসে শেষ হয়। এরপর কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপত মোহাম্মদ আলী, সাবেক এমপি আব্দুর রহমান বদি, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী কোহিনুর আক্তার , পৌর আওয়ামীলীগ সা. সম্পাদক মো. আলম বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরোয়ার আলম এতে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ও পৌর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে সংগঠনের ৭০ বছর পূর্তিতে সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল বশরের নেতৃত্বে টেকনাফ উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত আলোচনা সভা শাপলা চত্বর অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। নুরুল বশরের সভাপতিত্বে সদর ইউনিয়ন সাধারন সম্পাদক গুরা মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক সেলিম সিকদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ, বাহারছড়া ইউনিয়ন সভাপতি নুরুল হক, পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি মো. ইউছুপ মনো, উপজেলা আওয়ামীলীগ দপ্তবর সম্পাদক বদিউল আলম, সহ দপ্তর সম্পাদক মো. ইউছুপ ভুট্টো, সদর যুবলীগ সভাপতি আব্দুল ফারুক, সম্পাদক মো. ইয়াকুব, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক বাবলু, সদর ছাত্রলীগ সভাপতি শফিকুর ইসলাম প্রমুখ। মৌলভী সাইফুল্লাহর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক র‌্যালী প্রধান সড়কে প্রদক্ষিন করে।