রাশেদ মাহমুদ রাসেল, টেকনাফ :
টেকনাফে ছুরিকাঘাতে মো: দেলোয়ার হোসেন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র খুন হয়েছে। নিহত ছাত্র হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির ছাত্র।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৬ টার দিকে মহেষখালীয়া পাড়া এলাকায় প্রধান সড়কের পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আত্মীয় স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলের সামান্য দুরেই নিহত দেলোয়ারের বাড়ী।
টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাকারিয়া জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বাম পাশে পেছনে গভীর ক্ষত রয়েছে বলে জানান তিনি।
নিহতের ভাই তজিল আহমদ জানান, দেলোয়ার তাকে মোবাইল করে জানায় ভাই আমি মারা যাচ্ছি। এ কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছুরিকাহত ভাইকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হত্যাকা্ন্ডে সরাসরি জড়িত এলাকার ৩ যুবকের নাম জানতে পেরেছেন বলে জানান।
তিনি আরো জানান, কিছুদিন আগে এলাকার বর্তমান ইউপি মেম্বার হামিদের সাথে তার ভগ্নিপতি আবুল বশরের দ্বন্ধের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষে তিনজন মারাত্মক জখম প্রাপ্ত হয়ে ২ জন পঙ্গুত্ব বরন করেন। আবুল বশর ভগ্নিপতি হলেও ওই ঘটনার সাথে তার জড়িত ছিল না দাবী করে তজিল জানায় আমার ভাই পড়ালেখা করার কারণে তাকে হত্যা করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, নিহতের লাশের সুরতহাল রিপোট তৈরীর পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া ঘাতকদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য গত আগস্ট মাসের শেষের দিকে একটি ছাগল চুরির বিচারের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকায় আবুল বশর গ্রুপের হামলায় ইউপি মেম্বার হামিদের এক পায়ের নিম্নাংশ কেটে ফেলতে হয়। পরে ওই ঘটনার জের ধরে কয়েকদিন আগে আবুল বশরের উপর হামলা চালায় প্রতিপক্ষ। এর কিছুক্ষনের মধ্যে হামিদ গ্রুপের পক্ষের নুরুল ইসলাম মেম্বারের উপর গুলি বর্ষন করা হয়। ওই ঘটনার জের ধরে আজ বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার খুন হয়েছে বলে ধারনা করছে এলাকাবাসী।
এলাকাবাসী আরো জানায়, বর্তমানে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকাটি সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতরা আবার ইয়াবা ব্যবসায় জড়িত বলে জানান তারা।
অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে এলাকার পূর্বের শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সব মহলেল প্রতি আহবান জানিয়েছেন শান্তিপ্রিয় জনতা।
