টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মলমূত্র ছড়িয়ে পড়ার অভিযোগ : ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আখতার হোসেন হিরো, টেকনাফ :
টেকনাফ নয়াপাড়া মোচনী রেজিষ্টার্ড রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে লেট্রিনের টাংকি থেকে মলমূত্র ছড়িয়ে পড়ায় গোটা রোহিঙ্গা ক্যাম্পে দুরগন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা অভিযোগ করেন। ডি ব্লক ও ইব্লক এর মধ্যখানে নর্দমায় মলমূত্র সরাসরী আসার ফলে সেখানে এখন বসবাস করা অযোগ্য হয়ে পড়েছে। কেননা রোহিঙ্গা ক্যাম্পের গণ লেট্রিনের ট্যাংকি ফেটে মলমূত্র সরাসরী ঐ দুই ব্লকের মধ্যখানে নর্দমায় চলে আসে। এতে দুরগন্ধে বসবাস এখন অযোগ্য হয়ে পড়েছে। এর কারণে গোটা ক্যাম্প এলাকা এখন পরিবেশ দূষণে ছড়িয়ে পড়েছে। ফলে পরিবেশ আকাশ বাসাতভারী হয়ে উঠেছে। ডায়রিয়া রোগের প্রাদুভার ছড়িয়ে পড়ায় অনেকেই আশংকা করছেন। স্থানীয় ক্যাম্প ইনচার্জকে আশ্রিত রোহিঙ্গারা এ বিষয়টি মৌখিকভাবে অবগত করেও কোন প্রতিকার পাচ্ছেননা বলে তারা জানান। স্থানীয় ব্রীক ফিল্ড প্রতিষ্টানের মালিক সি,আই,পি আবদুল শুক্কুরের ম্যানেজার কবির আহমদ অভিযোগ করেন, রোহিঙ্গা ক্যাম্পের মলমূত্রে ছড়িয়ে পড়ায় দুর্গন্ধে শত শত ইট নির্মাণ শ্রমিক এখন অসুস্থ হয়ে পড়েছে। ফলে তারা প্রতিষ্ঠানে কাজ করতে বাধা সম্মুখীন হচ্ছে এমতাবস্থায় তারা এখন যাবে কোথায়? এনিয়ে তারা গভীর উৎকণ্ঠার মধ্যে ভোগছে। বিষয়টি দায়ীত্বরত বেসরকারী এনজিও সংস্থার দায়ীত্ব থাকলেও তারা এ ব্যাপারে রহস্য জনক বেখবর। এছাড়াও ছড়িয়ে পড়া মলমূত্র সরাসরী স্থানীয় খালে ও নাফ নদীতে ঘড়িয়ে পড়ছে। যার কারণে পরিবেশ মারতœকভাবে দূষণ হচ্ছে। এব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ দাবী করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ এর সাথে বার বার যোগাযোগ করার পরও তাহাকে মোবাইলে পাওয়া যায়নি।