টেকনাফ টুডে ডেস্ক : সুন্দরবন পর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের দুধমুখির খালের গোড়াইচাতরা নামক এলাকা হতে শুক্রবার সন্ধ্যার দিকে হরিণসহ পাঁচজন হরিণ শিকারীকে বনবিভাগ আটক করেছে।
আটককৃতদের কাছ থেকে একটি পুরুষ চিত্রা হরিণ, ৩ টি নৌকা, ২ টি দা, প্রায় সাড়ে ৪ হাজার ফুট চরজাল ও ১১ টি কন্টেনার জদ্ব করা হয়।
আটককৃতরা হল, সায়েব মল্লিকের ছেলে নুর ইসলাম মল্লিক(৫০), নেয়ামউদ্দিন হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৫০), জামাল ভদ্দরের ছেলে সুমন (১৯), কামাল তালুকদারের ছেলে হোসাইন তালুকদার(২১), ও ইউসুফ হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)। এদের বাড়ি বনসংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। শরণখোলা রেঞ্জের এসিএফ মাহাবুব হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঈদ উপলক্ষ্যে সুন্দরবনে চোরা শিকারীদের অপতৎপরতা রোধে বন বিভাগের টহল জোরদার করা হয়েছে।’
প্রসঙ্গত: এর আগেরদিন পৃথক অভিযানে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের অভায়ারণ্যের আড়কোদালিয়া খাল এলাকা হতে বিষ দিয়ে মাছ ধরার সময় পাঁচ জন জেলেকে তিন বোতল বিষ(কীটনাশক) ও নিষিদ্ধ জালসহ আটক করা হয়। একই দিনে কটকা অভয়ারণ্য এলাকা হতে প্রায় সাড়ে ৫ হাজার ফুট নিষিদ্ধ বেন্দি জালসহ তিনটি ট্রলার ও ৬ জন জেলে আটক বরে বন বিভাগ।
