নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৫ এর আভিযানিক দল বান্দরবান ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে আড়াই কেড়ি আফিমসহ মহিলা মাদক কারবারী এবং হ্নীলার মাদক ও অস্ত্র মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ৩১মার্চ বিকাল পৌনে ৩টারদিকে র্যাব-১৫ এর (সিপিএসসি) ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আফিমের একটি বড় চালানসহ কতিপয় মাদক কারবারী বান্দরবানের রোয়াইছড়ি পাড়ার সাবেক মেম্বার উচিংমং মারমার বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয়ের জন্য এক মাদক কারবারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মহিলা তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আঙ্গা পাড়ার মৃত থোয়াইচি মং মারমার স্ত্রী রেদামা মারমা (৪৮) কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটক মাদক কারবারির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে ২কেজি ৫১০গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
ধৃতরা বাংলাদেশ,ভারত,মায়ানমার তথা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আফিমের একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম পার্শ্ববর্তী দেশ হতে সংগ্রহ পূর্বক পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত রেদামা মারমা একজন চিহ্নিত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে পার্বত্য বান্দরবান কেন্দ্রিক আফিম ক্রয়-বিক্রয় এবং দীর্ঘ দিন যাবৎ মাদক চোরাচালানের সাথে জড়িত। সে বান্দরবানের পাহাড়ী মাদক সিন্ডিকেটের সাথে সার্বিক সমন্বয় করে দূর্গম পাহাড়ী অঞ্চল এবং ক্ষেত্র বিশেষ পার্শ্ববর্তী দেশ থেকে আফিম নিয়ে আসতো। অতঃপর অবৈধ পথে পাচারকৃত মাদক নিজের হেফাজতে মজুদসহ দূর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখতো। পরবর্তীতে আফিমসহ অন্যান্য মাদকের চালান ভাগ ভাগ করে বড় অংকের টাকার বিনিময়ে পর্যায়ক্রমে বান্দরবানসহ পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামে এবং চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত মাদক কারবারী এজেন্টদের নিকট পাচার করে থাকে। এক্ষেত্রে গ্রেফতারকৃত চোরাকারবারী প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশলী পন্থায় শরীরের মধ্যে মাদক বেধে, গাড়িতে সেট করে, ব্যাগের ভিতরে সু-কৌশলে লুকায়িত করে এবং যাত্রী সেজে শহরমুখী বিভিন্ন পরিবহনের মাধ্যমে এসকল মাদক বহন করতঃ পাচার করতো বলে জানা যায়।
অপরদিকে একই দিন বিকাল ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল উখিয়া মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গিখালি এলাকার অস্ত্রবাজ সন্ত্রাসী চক্রের কুখ্যাত সদস্য এবং পৃথক দুটি অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামী গাজী পাড়ার সৈয়দ হোছনের পুত্র মোঃ জালাল উদ্দিন ওরফে কালা বদাইয়া (৩৬) কে আটক করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত আফিমসহ গ্রেফতারকৃত মাদক কারবারী এবং পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর সংশ্লিষ্ট থানায় সোর্পদ করা হয়েছে। ###