কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পালংখালী থাইংখালী এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ও হাত বোমার আঘাতে চার বাংলাদেশি আহত হয়েছেন আশংকাজনক একজন।
এরা বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উখিয়া ও তুমব্রু সীমান্তে ও পালংখালী ইউনিয়ন সীমান্তে এ ঘটনা ঘটে।
পালংখালী ইউনিয়নে নলবনিয়া সীমান্ত দিয়ে পুঁঠিবনিয়া এলাকা দিয়ে বিভিন্ন সংগঠনের রোহিঙ্গারা প্রবেশের স্হানীয়রা আটকাতে চাই এসময় একজন রোহিঙ্গার হাতে থাকা বোমা টি সাধারণ মানুষের উপর বোমা নিক্ষেপ করলে এসময়
আহত হয় পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার আইয়ুবুল ইসলাম,রহমতেরবিল এলাকার আনোয়ার হোসেন, পুটিবনিয়া এলাকার মোবারক হোসেন ও মো. কালা মিয়া,
বিষয়টি নিশ্চিত করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর মধ্যে মোবারক হোসেন কে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম রেফারেন্স করছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
এদিকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আক্রমণের মুখে এ পর্যন্ত বিজিপি ও অন্যান্য বাহিনীর ২৬৮ জন বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন।
এদিকে উখিয়ার সীমান্ত পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান-কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। এসময় সাথে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন,সহকারী কমিশনার ভুমি সালেহ আহমদ।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত বেড়েছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি, মর্টারশেল এসে পড়ছে সীমান্তের এপারে। সীমান্তের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। প্রাথমিক অবস্থায় ঘুমধুম ও তুমব্রু সীমান্তের মানুষকে নিরাপদে আশ্রয়ে যেতে বলা হয়েছে।