নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে হত্যা মাদক ও ডাকাতি মামলার আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও ডাকাতি মামলার এক আসামীকে আটক করেছে।
জানা যায়, ১৪ মার্চ রাত ৮টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মোঃ কবির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় টহল পুলিশ নিয়ে ই-বøকের ৯৫৩নং শেডের ১নং রোমে অভিযান চালিয়ে নুর আলমের পুত্র নুর কালাম (২০) কে আটক করে। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে হত্যা,মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প আইসি মোঃ কবির হোসেন এই রোহিঙ্গা অপরাধীকে আটকের সত্যতা নিশ্চিত করেন।