শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের উত্তর বিছামারা গ্রামে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিপ্তরের ১৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয় বরাদ্দে নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুলের ওয়ার্কশপ, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের নাম ফলক উম্মোচনসহ উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ের ক্যাম্পাসে ৩০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কৃষি ভবন উদ্বোধন করলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। গত ৯ ডিসেম্বার শনিবার সকাল ৯টায় ফলক উম্মোচন ও নবনির্মিত কৃষি সম্প্রসারণ ভবন উদ্বোধন শেষে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের টিটিসিআই হল রুমে উপজেলা যুব উন্নয়নের আয়োজনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আওতায় ১০৮জন বেকার যুবক যুবতীদেরকে সনদ ও সংযুক্ত নিয়োগপত্র বিতরণ আনুষ্টানের আলোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম,অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের প্রভাবশালী সদস্য ও আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক লক্ষী পদ দাস,জেলা পরিষদ সদস্য মোজ্জাম্মেল হক বাহাদুর,সদস্য ক্যউচিং চাক,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সরওয়ার কামাল, জেলা রেডক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক এ,কে,এম জাহাঙ্গীর আলম,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, আন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রির প্রতিনিধি খাইরুল বাশার চেয়ারম্যান,উপজেলা মুক্তিযুদ্ধা কমন্ডার রাজা মিয়া, দৌছড়ি চেয়ারম্যান হাবীব উল্লাহ, বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী,চেয়ারম্যান বাহাইন মার্মা,চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহ্বায়ক আবু তাহের কোম্পানী, আওয়ামীলীগ নেতা অধ্যাপক এম,শফি উল্লাহ, সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ সজল, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী,দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দীন,সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন মেম্বার, যুবনেতা ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, ইব্রাহীম আজাদ, আবুল কালাম, নুরুল আলম, রাসেল, রাশেদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক উবাচিং মার্মা,ছাত্রনেতা রেজাউল ,আব্দু রহমান বাপ্পী, রিপন, ইরফান প্রমূখ।