চকরিয়ায় অস্ত্র হাতে ভীতি দেখিয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে সরকারি প্রাইমারী স্কুলে তালা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : অশালীন গালি-গালাজ ও ধারালো অস্ত্র হাতে নিয়ে মারমুখি আচরণে ভীতি দেখিয়ে বিদ্যালয় থেকে শিক্ষক ও ছাত্র-ছাত্রী সবাইকে তাড়িয়ে দিয়ে বিদ্যালয়ে তালা দিলো স্থানীয় এক চিহ্নিত দুর্বৃত্ত। সোমবার দুপুর ১২ টায় ও গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন ঢেমুশিয়া মোছারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা।
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা পারভীন, শিক্ষিকা ছাইরা খানম ও তৈয়বা আফরোজা বলেন , দীর্ঘ কয়েকবছর ধরে আমরা বিদ্যালয়ে গেলে স্থানীয় মোছারপাড়ার বাসিন্দা মৃত হেদায়েত আলীর ছেলে আমিনুল মোস্তফা পেশিশক্তির দাপট দেখিয়ে শিক্ষার্থীদের পাঠদানে বাধা সৃষ্টিসহ আমাদের অশালীন গালমন্দ করে আসছে। পাশাপাশি আমাদেরকে নানাভাবে প্রানে হত্যার হুমকীও দেয়। ইতোপূর্বে বিদ্যালয়ের কয়কেজন শিক্ষককে মারধোরও করে।

সর্বশেষ ২৬ সেপ্টম্বর সোমবার আমরা চার শিক্ষক সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে গেলে দেখি ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের বাইরে দাড়িয়ে আছে। জানতে পারলাম আমিনুল মোস্তফা তাদের প্রবেশ করতে দিচ্ছেন না। পরে আমরাও ঢুকতে চাইলে আকস্মিক আমাদের দিকে তেড়ে আসে আমিনুল মোস্তফা। এসময় আমাদের উদ্দেশ্যে অশালীন গালমন্দ করে এবং বিদ্যালয়ে প্রবেশে বাধা সৃষ্টি করে। বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান মহোদয় তাৎক্ষনিক পুলিশ পাঠান। পুলিশ আসার খবরপেয়ে আমিনুল মোস্তফা পালিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন , পুলিশ চলে যাওয়ার পর দুপুর ১২টার দিকে অভিযুক্ত আমিনুল মোস্তফা আবারও এসে আমরা সবাইকে গালমন্দ করে এবং ছাত্রছাত্রীদের বের করে বিদ্যালয়ে তালা মেরে দেয়। নিরুপায় হয়ে আমরা চলে আসি। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গেলে আমাদেরকে আবারও বাঁধা দেয় আমিনুল মোস্তাফা। পরে আমরা ভয়ে নিজেরা বাড়ি ফিরে যাই এবং শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিই।
চকরিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো আবু জাফর বলেন, অভিযুক্ত আমিনুল মোস্তফা দীর্ঘকাল ধরে বিদ্যালয়ে পাঠদানে বাধা দিয়ে আসছে। সে ইতোপূর্বে আমাদের কয়েকজন শিক্ষককে মারধোরও করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে, কিন্তু সে বিছৃংখলা করেই চলছে। সোমবার সকালেও ওই দূর্বৃত্ত একই কাণ্ড করেছে, শিক্ষকদের অশালীন গালমন্দ করেছে, বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষকদের তাড়িয়ে দিয়েছে।

আমিনুল মোস্তফার বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে আবু জাফর বলেন-আমরা উর্ধতন কর্তপক্ষকে জানিয়েছি, তারা কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখছি। চকরিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আমরা বিষয়টি ইএনও মহোদয়কে লিখিতভাবে জানিয়েছি, তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, লোকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা হয়েছে, ওসি চকরিয়াকে বলা হয়েছে, এবং তাকে গ্রেফতারের প্রক্রিয়ায় আছে, তা ছাড়া তার বিরুদ্ধে শিক্ষকদের করা কয়েকটি মামলা আছে সে গুলো দেখা হচ্ছে। ###