BHRC ঢাকা মহানগর উত্তর ‘ক’ অঞ্চল অধিভুক্ত শাখাগুলোর সমন্বয় সভা অনুষ্ঠিত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা মহানগর উত্তর ‘ক’ অঞ্চল অধিভুক্ত শাখাগুলোর সমন্বয় সভা ২৩ সেপ্টেম্বর ২০১৯ইং বিকেলে BHRC সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। BHRC সবুজবাগ থানা শাখার সভাপতি গিয়াস উদ্দিন সবুজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন BHRC’র হাতিরঝিল থানা শাখার সভাপতি মোহাম্মদ শাহ, সহ-সভাপতি মোঃ ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাত কুমার চন্দ, সাধারণ সম্পাদক মোজাম্মেদ আলম, সহ-সভাপতি আলমগীর হোসেন, ভাটারা থানা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হালিমা পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আক্তার হোসেন (অনিক), নির্বাহী সদস্য মোছাঃ রুমানা, বিমানবন্দর থানা শাখার সহ আন্তর্জাতিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, গুলশান থানা শাখার সহ-সভাপতি এস,এম জুনায়েদ, বনানী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, বাড্ডা থানা শাখার সভাপতি নবী হোসেন রনি, সহ-সভাপতি মোঃ মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক বাচ্চু ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইউনুচ, উত্তরখান থানা শাখার সভাপতি মোঃ শহীদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিমানবন্দর থানা শাখার নূরুল করিম ভূইয়া।