টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা জেলা মহিলা শাখার নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন এবং আলোচনা সভা ২৪ সেপ্টেম্বর ২০১৯ইং বিকেলে ঢাকার মালিবাগস্হ BHRC ঢাকা জেলা মহিলা শাখা কায্যালয়ে অনুষ্ঠিত হয়। BHRC ঢাকা জেলা মহিলা শাখার সভাপতি সাহিদা সেবার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা জেলা শাখার সভাপতি ফিরুজ অালম সুমন,BHRC সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা মহিলা শাখার সাধারন সম্পাদক মেহবুবা জাহান, প্রিন্সিপাল আরিফুল ইসলাম, BHRC’র মহিলা নেতা মিনার নাহার রিপা, জেসমিন আরা কবির, দিলরুবা জাহান,মনিরল ইসলাম মনির,সালমা আহাম্মেদ হীরা,পিয়ারা বেগম,পপি আর,রাবেয়া বাসরী,তাসলিমা আক্তার, হাসিনা পারভীন নুপুর,বিনতে মাহফুজ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শুরুতে ঢাকা জেলা মহিলা শাখার অফিস ফিতা কেটে উদ্বোধন করেন BHRC’র সেক্রেটারী জেনারেল।