খাঁন মাহমুদ আইউব : চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে পৃথক অভিযানে ৩হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আজ বুধবার লোহাগড়া থানাধীন চুনতি ফরেস্ট রেন্জ অফিসের সামনে মহাসড়কে মার্সা ও শ্যামলী বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কিশোরগঞ্জের বাজিতপুর থানার পাটুলি ইউনিয়নের, পাটুলী কুনু মিয়ার বাড়ী গ্রামের কুনু মিয়ার ছেলে
মোঃ সুমন মিয়া প্রকাশ সুমন আহমেদ(৩৫) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রহমানের স্ত্রী সালমা আক্তার (৩৭)।
ডিএনসি পটিয়া সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার হতে চট্টগ্রামগামী মার্সা ও শ্যামলী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মোঃ সুমন মিয়ার নিকট ১২শ ৫০ পিস ও সালমা আক্তারের নিকট ১৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উভয়কে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
