porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

টেকনাফে কর্মরত ‘বোরহান উদ্দিন ভুঁইয়া’শ্রেষ্ট এসআই নির্বাচিত

72530514_2423962951180193_7898159542666526720_n.jpg

গিয়াস উদ্দিন ভুলু : কক্সবাজার জেলায় পুলিশের মাসিক সভায় টেকনাফ মডেল থানার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই মোঃ বোরহার উদ্দিন ভুইয়া।
জানা যায়, ১৭ অক্টোবর কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) পিপিএম এসআই বোরহানের হাতে এই সফলতার জন্য তার হাতে বিশেষ সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেনসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।
এসআই বোরহান টেকনাফ থানা কর্মরত অবস্থায় চলমান মাদক বিরোধী অভিযানে সর্বোচ্চ মাদক ও অস্ত্র উদ্ধার,ওয়ারেন্ট তামিল,ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধ করাসহ অত্র উপজেলায় দায়িত্বকালীন সময়ে আইন-শৃংখলা সার্বিক পরিস্থিতি ভাল রাখার জন্য টেকনাফ থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্যঃ-এর আগে চট্রগ্রাম রেঞ্জে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন। এসআই বোরহান এই সফলতা ধরে রাখার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Top
bahis siteleri