porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

টেকনাফে সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ৯৩ তম সভা অনুষ্ঠিত

Teknaf-pic2_10.10.jpg

শামসু উদ্দিন, টেকনাফ :

টেকনাফে সহ-ব্যবস্থাপনা (সিএমসি) নির্বাহী কমিটির ৯৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো.শফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। সদস্য সচিব টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিএমসি সদস্য সাংবাদিক নুরুল করিম রাসেল, আব্দুর রহমান হাশেমী, দমদমিয়া সিপিজি সভাপতি মো. ওসমান, টেকনাফ থানার উপ-পরিদর্শক মো. জামসেদ, বিজিবি টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মফিজুর রহমান, মোচনী বিট কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিএমসি সদস্য আবুল হাশেম, রানু আক্তার, রতœা রানী শীল, ছেমন খাতুন, ছেমন আরা, দেলোয়ার হোসাইন, জালাল উদ্দিন ও পারভীন আক্তার প্রমুখ। সভায় জীববৈচিত্র সংরক্ষণ ও ন্যাচার পার্কের উন্নয়ন-সুরক্ষাকল্পে বাউন্ডারী নির্মাণ, ন্যাচার পার্কের বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

Top
bahis siteleri