porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

আমাকে ভয় দেখানো হচ্ছে : মৌসুমী

Mousumi.jpg

টেকনাফ টুডে ডেস্ক : তারকা শিল্পীদের নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচন নিয়ে নানা চমক থাকবে বলেও জানিয়েছিলেন চলচ্চিত্রের এই অভিনেত্রী। তবে শেষ মূহূর্তে এসে দেখা গেল, একাই নির্বাচনে অংশ নিচ্ছেন মৌসুমী।

গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের বরাবর নিজের মনোনয়নপত্র জমা দেন প্রিয়দর্শিনী এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী ওমর সানী।

মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘প্যানেল করতে পারলাম না। স্বতন্ত্রভাবে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলাম। কারণ, আমি এখন একা। যারা আমাকে সভাপতি করে প্যানেল তৈরির পরামর্শ, সাহস দিয়েছিলেন, তারা সবাই সরে গেছেন। কোনো এক অদৃশ্য শক্তির চাপে তারা আমার সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছে না।’

বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচন থেকে অনেকেই আমাকে সরে যেতে বলছে। নানাভাবে আমাকে ভয় দেখানো হচ্ছে। কথাগুলো খোলাখুলি বলা যাবে না। এমনও অনেকে আমাকে বলছে, আমি নির্বাচনে অংশ নিলে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবো। আমার বদনাম হবে, আমার নামে অপবাদ ছড়ানো হবে, এমন আরও অনেক কথা।’

তিনি বলেন, ‘আমি খুন করিনি, খুনের আসামিও না। আমি কোনো অপরাধও করিনি। আমার ভয় কিসের। শিল্পীদের জন্য মাঠে নেমেছি, পিছু হটব না। কেউ পাশে না থাকলেও নির্বাচন করব। আমি ভয় পাই না।’

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক মেয়াদে (২০১৭-১৯) গত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৫ মে। এরপর নতুন করে এবারের নির্বাচন আয়োজন করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সমিতির ২০১৯-২১ দ্বিবার্ষিক নির্বাচন।

আপনার মন্তব্য লিখুন...

Top
bahis siteleri