porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

টেকনাফে পানিতে ভেসে গিয়ে আরো এক শিশুর মৃত্যু

333.jpg

শামসু উদ্দীন, টেকনাফ :
টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যুর পর পানিতে ভেসে গিয়ে মোহাম্মদ হারিছ (১০) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।

সে টেকনাফ সদর ইউনিয়নের পল্লান পাড়া এলাকার আবদুল গফুর প্রকাশ পাবলিসিটি গফুরের এক ছেলে । সে স্থানীয় মাদ্রাসায় হেফজ বিভাগের ৩য় শ্রেনীর ছাত্র ছিল।

পল্লান পাড়া এলাকার বাসিন্দা যুবলীগ নেতা আব্দুল ফারুক জানান, মঙ্গলবার দুপুরের দিকে কয়েক শিশু বাড়ির বাহিরে খেলতে বের হয়। এসময় অতিরিক্ত বৃষ্টির ফলে বিলের পানির স্রোতে পড়ে ভেসে যায় সে। পরে প্রত্যক্ষদশীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

প্রসঙ্গত মঙ্গলবার ভোরে পুরাতন পল্লান পাড়া এলাকায় পাহাড় ধসে দুই ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু ঘটেছে।

আপনার মন্তব্য লিখুন...

Top
bahis siteleri