porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

মিম আমন্ত্রণ জানালেন দর্শক-ভক্তদের

mim-l-20190824125840.jpg

টেকনাফ টুডে ডেস্ক : সৌন্দর্যের সুবাস ছড়িয়ে লাক্স সুপারস্টার হিসেবে শোবিজে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা সাহা মিম। তারপরের গল্পটুকু সবার জানা। প্রথম তিনি প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয় করেন।

ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই তিনি প্রশংসিত হন নবাগতা হিসেবে। নজর কাড়েন দর্শক ও নির্মাতাদের। এরপর নিয়মিতই মিমকে দেখা গেছে ছোট ও বড় পর্দায়। হালের নতুন প্লাটফর্মে ওয়েব সিরিজের নায়িকা হিসেবেও মিম আত্মপ্রকাশ করেছেন। সবখানেই নিজের রুপ ও অভিনয় গুণের রোশনাই ছড়িয়েছেন এই সুন্দরী।

সাম্প্রতিককালে তিনি নাটক-টেলিছবি থেকে ছুটি নিয়েছেন। মনোনিবেশ করেছেন চলচ্চিত্রে। কালেভদ্রে তার দেখা মেলে বিজ্ঞাপনে। এরইমধ্যে প্রচার হওয়া লাক্সের নতুন টিভিসিটি বেশ আলোচনায় এনেছে মিমকে।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন সিনেমা ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই সিনেমায় মিমের নায়ক আরিফিন শুভ। ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করে চললেও মিম একটা অবস্থান করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। তৈরি হয়েছে তার লাখো ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। সেইসব ভক্তরা প্রিয় নায়িকাকে নিয়ে মেতে থাকতে ভালোবাসেন।

তাদের জন্য সুখবর, ভক্তদের সঙ্গে আড্ডা দিতে আসছেন মিম। তবে সরাসরি নয়। দর্শকরা তার সঙ্গে মুঠোফোনে প্রশ্ন করার মাধ্যমে আড্ডা দেয়ার সুযোগ পাবেন। আজ ২৪ আগস্ট রাত ৮টায় যেকোনো রবি ও এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে। ‘স্টার জোন’ নামের এই আয়োজনটি করছে লাইভ এন্টারটেইনমেন্ট।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় মিম বলেন, ‘দর্শক-ভক্তদের সঙ্গে গল্প করার জন্য লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। আমার দর্শক ও ভক্তদের সঙ্গে আড্ডা দেবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

Top
bahis siteleri