bahis siteleri deneme bonusu veren siteler bonusal casino siteleri piabet giriş piabet yeni giriş
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

শিক্ষা ও সমাজ সেবায় সম্মাননা পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আলী মিয়া

no.jpg

বার্তা পরিবেশক : শিক্ষা এবং সমাজসেবায় অনন্য অবদান রাখায় এবার বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, রঙ্গীখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামিক সেন্টার বোর্ড অব ট্রাষ্টির আজীবন সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আলী মিয়াকে মরণোত্তর সম্মাননা দিয়েছে টেকনাফ হোয়াইক্যং এর নয়াবাজার স্টুডেন্ট এসোসিয়েশন। এছাড়া আরো ৫ জন গুণীজনকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।
মঙ্গলবার সকালে নয়াবাজার স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখায় এবার মুক্তিযোদ্বের সংগঠক হাজী ইউছুপ আলী মেম্বার (মরণোত্তর), শিক্ষায় নয়াবাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাষ্টার নুরুল হোসেন চৌঃ, শিক্ষায় নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক,ডাক্তার ইসহাক খান (মরণোত্তর) মাওলানা আবদুল বারী, মাষ্টার সরওয়ার আলম (মরনোত্তর) সম্মাননা দেওয়া হয়েছে। ওই ছয়জন ছাড়াও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য টেকনাফ উপজেলা থেকে
শেরে বাংলা একে ফজলুল এওয়ার্ড ২০১৯ লাভ কারি
মৌলভীবাজার জমিরিয়া দারুল কোরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল আলম নুরী, ৮৬ দিনে কুরআনে হাফেজ ইয়াসিন আরাফাতকে সংবর্ধনা দেয়া হয়। এইচ এসসিতে ২০১৯ ব্যাচ কৃতিত্বপূর্ণ ফলাফল করায় শিক্ষার্থীদেরকে সম্মাননা জানানো হয়েছে।
নয়াবাজর স্টুডেন্ট এসোসিয়েশনের মুবিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রাধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহমদ,প্রাধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মতাজ উদ্দিন কাদেরী,বিশেষ আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মো.আমির হোসেন, এডভোকেট মঈনুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুপন কান্তি বড়ূয়া,মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুফিজ আহমদ ইকবাল, টেকনাফ পৌরসভার প্রধান হিসাব রক্ষক ছৈয়দ হোসাইন সেলিম, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম প্রমুখ।
আলহাজ্ব আলী মিয়ার পক্ষ সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতী নয়াবাজার উচ্চবিদ্যালের ছাত্র রিদুয়ানুল আমিন রিদু।

আপনার মন্তব্য লিখুন...

Top
antalya escort bursa escort adana escort mersin escort mugla escort