porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

টেকনাফ সড়কে ইয়াবাসহ দুই নারী পাচারকারী আটক

Teknaf-Pic-B-2-14-07-19.jpg

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী পাচারকারীকে আটক করেছে।
১৪জুলাই দুপুর ১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন হলরোমে আয়োজিত সংবাদ সম্মেলে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান জানান, ১৪ জুলাই সকাল ৯টায় হোয়াইক্যং বিওপি ক্যাম্প চেকপোস্টে দায়িত্বরত হাবিলদার শাহজাহান খানের নেতৃত্বে একটি বিজিবি টহল দল কক্সবাজারগামী পালকি পরিবহনে তল্লাশী চালিয়ে লেদার উলা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪১), মেয়ে রুমা আক্তার (১০) ও হ্নীলা ফুলের ডেইলের নুরুল আলমের স্ত্রী লাইলা বেগম (৫১) কে ১২ হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয়। ইয়াবা পাচারকারীরা ফাঁদে ফেলে স্কুল মাদ্রাসায় পড়ুয়া শিশুদের ব্যবহার করার প্রবণতা বাড়ছে। তাই কিশোরী রুমার ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

Top
bahis siteleri