porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের মালামাল আধাঁরে নিয়ে যাওয়ায় তোলপাড় : তদন্ত কমিটি গঠিত

t-1.jpg

ফারুক আহমদ : উখিয়ার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে মালামাল রাতের আধাঁরে ট্রাক যোগে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সহকারী প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে মালামাল সরানোর ঘটনা অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, পরিচালনা কমিটির সভায় এঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। সঠিক ঘটনা উদঘাটন করে তদন্ত ২ সপ্তাহের মধ্যে রির্পোট পেশ করার জন্য সভায় সিন্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অতিসম্প্রতি কাউকে না জানিয়ে ট্রাক যোগে (মিনি ট্রাক) রাতের আধাঁরে বিভিন্ন মালামাল ভর্তি করে নিযে যায়। নাম প্রকাশ না করার শর্তে পরিচালনা কমিটির সদস্যগন বলেন, এর আগেও কম দাম দিয়ে নামে মাত্র কোটেশন দেখিয়ে মালামাল ক্রয় করেছিল ওই শিক্ষক। অভিযোগে প্রকাশ, ওই দিন রাতের আধাঁরে ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া কি ধরণের মালামাল ও কি পরিমাণ হতে পারে তা এখনো কেউ বলতে পারেনি।
তদন্ত কমিটির আহবায়ক মো: শাহ্ আলম সওদাগরের সাথে যোগাযোগ করিলে তিনি বলেন, এ বিষয়ে আমরা অপারপর কমিটির সদস্যরা গত মঙ্গলবার বিদ্যালয়ে গিয়েছিলাম। প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। আগামী রবিবার এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।
সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করিলে তিনি তদন্তাধীন বিষয়ে কিছু বলতে পারবে না বলে জানিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলার পরামর্শ দেন। কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে সহকারী প্রধান শিক্ষকের নিবীড় সর্ম্পক রয়েছে। তারা একে অপরের নিকটতম আত্মীয়। #

আপনার মন্তব্য লিখুন...

Top
bahis siteleri