porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

উখিয়ায় ভেজাল ও নকল ঔষধ প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্টিত

U.jpg

ফারুক আহমদ : নকল ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ প্রতিরোধমূলক জনসচেতনতা মূলক সভা উখিয়ার কোর্টবাজারে অনুষ্টিত হয়েছে। ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি উখিয়া উপজেলা শাখা আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা ড্রাগ সুপার পিয়াংকা দাশ গুপ্তা।
ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি উখিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদের সভাপতিত্বে কোর্টবাজারস্থ এন আলম মার্কেটের ডিজিটাল ল্যাবের হল রুমে অনুষ্টিত এ সভায় বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক যথাক্রমে পালং ফার্মেসী মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব শামশুল আলম,কফিল উদ্দিন (কোর্টবাজার) আব্দুর রহিম (উখিয়া) ফরিদুল আলম (বালুখালী) আখতার কামাল (সোনার পাড়া)।
সভায় প্রধান অতিথি জেলা ড্রাগ সুপার পিয়াংকা দাশ গুপ্তা বলেন, কোন অবস্থাতে ক্ষতিকারক ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি দূরের কথা ফার্মেসীতে রাখা যাবে না। জীবন ক্ষতিকারক যে কোন ধরণের নকল ঔষধ ক্রয়-বিক্রয়ের বিষয়ে ফার্মেসীর মালিক ও ক্যামিষ্টদেরকে আরও সর্তক এবং সজাগ থাকতে হবে। এসময় উখিয়া উপজেলার বিভিন্œ ষ্টেশনের ফার্মেসীর মালিক, ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট গন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

Top
bahis siteleri