bahis siteleri deneme bonusu veren siteler bonusal casino siteleri piabet giriş piabet yeni giriş
porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

আমি থাকতে চীন পরাশক্তি হতে পারবে না : ট্রাম্প

chine_US.jpg

টেকনাফ টুডে ডেস্ক : চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে সন্তোষ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যতদিন আছেন ততদিন চীনের পক্ষে বিশ্ব পরাশক্তি হয়ে ওঠা সম্ভব হবে না। গতকাল সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন।

ট্রাম্প বলেন, বিশ্ব পরাশক্তি হিসেবে আমেরিকার যে অবস্থান রয়েছে, চীন সেটি গ্রহণ করতে চায়। অর্থনৈতিক সমৃদ্ধি আটকে দিয়ে চীন আমেরিকাকে ছাড়িয়ে যেতে চায়। কিন্তু নিঃসন্দেহে চীনের অবস্থা এখনো আমেরিকার মতো ভালো নয়।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যদি হিলারি ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচত হতেন, তাহলে তার শাসনামল শেষ হওয়ার আগেই চীনের অর্থনীতি আমেরিকার চেয়ে বড় হয়ে যেত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা এইচএসবিসি সম্প্রতি ঘোষণা করেছে, ২০৩০ সাল নাগাদ চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। চীনের অগ্রগতি ঠেকানোর জন্য ট্রাম্প প্রশাসন সম্প্রতি চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। অবশ্য চীনও আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

Top
bedava bahis bahis siteleri
bahis siteleri