porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

হোয়াইক্যং এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার : জনমনে নানা প্রশ্ন!

d.jpg

মিজানুর রহমান / ফরিদুল আলম : হোয়াইক্যং পাহাড়ী জনপদের জনশূন্য বাড়ি হতে দুই সন্তানের জনক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ২৫এপ্রিল সকালে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দীপংকর রায় খবর পেয়ে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে জোয়ারী খোলার বাহাদুর আলমের পুত্র দুই সন্তানের জনক সরোয়ার আলম (৩০) এর জনশূন্য বাড়ি হতে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃতদেহের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি দীপংকর রায় জানান,খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, নিহতের মা এবং স্ত্রী দুই সন্তানসহ গত ক’দিন আগে শ্বাশুড় বাড়িতে বেড়াতে যায়। সরোয়ার বাড়িতে একাই ছিল। এছাড়া প্রতিবেশী কতিপয় ব্যক্তির সাথে তার পারিবারিক বিরোধ ছিল। তার শরীরের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন থাকায় এই মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

Top
bedava bahis bahis siteleri
bahis siteleri