porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর ফ্রী চিকিৎসা সেবা

1-4.jpg

এম কেফায়েত উল্লাহ খাঁন, সেন্টমার্টিন : বাংলাদেশ নৌবাহিনী কতৃক সেন্টমার্টিন দ্বীপে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হয়।
২৩ই এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গনে দ্বীপবাসীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন্স উক্ত মেডিক্যাল ক্যাম্পটির সার্বিক তও্বাবধানে ভুমিকা পালন করে থাকে।

উক্ত মেডিক্যাল ক্যাম্পটি উদ্ভোদন করেন কমান্ডার বিএন ফ্লিট কমডোর এম নাজমুল হাসান, এন, এনপিপি এনডিসি, এনসিসি, পিএসসি বিএন। এসময় সেন্টমার্টিন দ্বীপের জনপ্রতিনিধিরাসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মেডিক্যাল ক্যাম্পটি আয়োজন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা বঙ্গবন্ধুসহ ৮টি জাহাজ সেন্টমার্টিন আগমন করে।

উক্ত মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৯শ জন রোগীকে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে জানা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এমন আয়োজন যা সেন্টমার্টিন দ্বীপের জন্য নিয়মিত। বছরে ৩ থেকে ৫টা নানান কর্মসূচী আয়োজন করে থাকে। এতে দ্বীপবাসীর মাঝে দুঃখ কষ্টের কথা নৌবাহিনীর সাথে ভাগাভাগি করার সুযোগ হয়ে উঠে। তাই সেন্টমার্টিন দ্বীপবাসী বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন...

Top
bedava bahis bahis siteleri
bahis siteleri