porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

টেকনাফে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ ৩জন মাদক চোরাকারবারী আটক

Teknaf-Pic-A-14-04-19.jpg

গিয়াস উদ্দিন ভুলু : টেকনাফ থানা পুলিশের সাঁড়াশী অভিযানে, অস্ত্র,গুলি,ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত ৩জন অস্ত্রধারীকে আটক করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানায়,গত ১৩ এপ্রিল গভীর রাতে হোয়াইক্যং মহেষখালীয়া পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ স্থানীয় এজাহার মিয়ার পুত্র মোঃ ইউনুছ (২৫), নুরুল ইসলামের পুত্র নুর কামাল (২৪), আবদুর করিমের পুত্র সেলিম উদ্দিন (২২) কে আটক করে। তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরী এলজি,৭ রাউন্ড কার্তুজ ও ১হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, উক্ত এলাকায় একদল ইয়াবাকারবারি ও সন্ত্রাসী অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযান অস্ত্র অস্ত্র,বুলেট ও ইয়াবাসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

Top
canlı bahis canlı poker canlı casino canlı casino canlı casino canlı casino oyna canlı casino