porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশের অতিরিক্ত আইজি

Re.jpg

কায়সার হামিদ মানিক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পুুুলিশের এডিশনাল আইজিপি(এডমিন এন্ড অপস) মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএমবার।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিদর্শনে আসেন।
পরিদর্শন কালে আইজিপি কিছু সংখ্যাক এনজিও সংস্থার কার্যক্রম সম্পর্কে জানতে চান। এসময় এনজিও সংস্হার লোকজন তাদের কার্যক্রম সম্পর্কে ধারনা দেন।
এরপর মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সাথে কথা বলেন। রোহিঙ্গারা বলেন শীঘ্রই নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চান। অতিরিক্ত আইজিপি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, মধুরছড়া ও তুর্কী পাহাড় পরিদর্শন করেন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনর্চাজ ওবায়দুল্লার সাথে পরে একটি বৈঠকে মিলিত হন।
এসময় সাথে ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডি আইজি মোসলেম উদ্দিন,কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মামুদ হোসেন, উখিয়া সার্কেল নিহাদ আদনান তাইয়ান ও উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম।
ক্যাম্প পরিদর্শন শেষে এডিশনাল আইজিপি কক্সবাজারের উদ্দেশ্য গাড়িযোগে ফিরে যান বলে উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম এ প্রতিবেদককে জানান।

আপনার মন্তব্য লিখুন...

Top
canlı bahis canlı poker canlı casino canlı casino canlı casino canlı casino oyna canlı casino