porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

মরক্কো ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সভায় যোগদানে অর্থমন্ত্রীর যাত্রা

001950_bangladesh_pratidin_Mustafa_Kamal.jpg

টেকনাফ টুডে ডেস্ক : ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় যোগ দিতে বুধবার মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
আগামী ৫ ও ৬ এপ্রিল মরক্কোর মারাকাসে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা হবে। মুসলিম দেশগুলোর জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৫৭টি দেশ ব্যাংকটির সদস্য। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আইডিবি উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে।

মারাকাসের সম্মেলন শেষে ৬ এপ্রিল অর্থমন্ত্রী বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে যোগ দিতে লন্ডন হয়ে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে যাত্রা করবেন।

আগামী ১২-১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মুস্তফা কামাল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং ইকনোমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুন নিউইয়র্ক থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন।

আপনার মন্তব্য লিখুন...

Top
canlı bahis canlı poker canlı casino canlı casino canlı casino canlı casino oyna canlı casino