porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

received_315156915866587-768x432.jpg

কায়সার হামিদ মানিক : আদালতের নির্দেশে উখিয়া সোনার পাড়া এলজি আইডি রোডের পূর্ব পার্শ্বে মাছ বাজারের দক্ষিণ পাশে টিন শেড ৫ রুম বিশিষ্ট সেমি পাকা মার্কেটের ১০ শতক জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
স্থানীয় ছৈয়দ নূর সাওদাগরও মাওলানা নূরুল আলমের (মকসুদ উল্লাহ মেম্বারের পিতা) সাথে দীর্ঘ ২২ বছরের বিরোধের অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ আদালতের রায় নিয়ে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।
অভিযানে পুলিশ, স্পেশাল ফোর্স ও প্রায় শতাধিক যুবক লাল ফিতা বাধা অবস্থায় বড় বড় হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে একযোগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই সেমি পাকা এক তলা বিশিষ্ট মার্কেটটি নিমিষেই গুড়িয়ে দেয় এবং চারপাশে টিনের বাউন্ডারি দিয়ে লাল প্লেগ দিয়ে ঘিরে রাখে।
অভিযানের সময় জেলা নজির মোঃ আশিক, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তসিলদার)সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

Top
bedava bahis bahis siteleri
bahis siteleri