porno porn
izmir rus escortlar
porno izle sex hikaye
corum surucu kursu malatya reklam

মাষ্টার আব্দুস শুকুর ছিলেন শিক্ষা বিস্তারের অগ্রদূত, মানুষ গড়ার কারিগর

10.02.jpg

নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠক মাষ্টার আব্দুস শুকুরের শোক সভায় বক্তারা
মো. আশেক উল্লাহ ফারুকী/গিয়াস উদ্দিন ভুলু :
টেকনাফের নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠক মাষ্টার আব্দুস শুকুরের শোক সভায় বক্তাগন বলেন, মরহুম আব্দুস শুকুর ছিলেন এতদাঞ্চলের শিক্ষা বিস্তারের অগ্রদুত। তিনি শুধু একজন আদর্শ শিক্ষকই ছিলেন না একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক ছিলেন। কক্সবাজার জেলায় যে ক’জন শিক্ষাবিদ শিক্ষাবিস্তারে অনবদ্য অবদান রেখে গেছেন তিনি তাদের অন্যতম। তিনি আজীবন শিক্ষকতার মহান আদর্শকে ধারন করে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। দেশের সর্বদক্ষিণ এতদাঞ্চলে তিনি শিক্ষা বিস্তার ও মানুষ গড়ার কারিগর হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর এ শূন্যতা পুরন হবার নয়।
নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ১০ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উদয় শেখর দত্ত। এতে প্রধান অতিথি ছিলেন মরহুমের সুযোগ্য পুত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম। প্রাক্তন ছাত্র নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি হোয়াইক্যং আলহাজ্ব আলি আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি কালাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা, হ্নীলা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম, কাঞ্জরপাড়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সমাজ সেবক হাজী আব্দুল গণি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্র জাহেদ হোসেন কালা, আব্দুল করিম, শাহ মোহাম্মদ জোবায়ের, মীর আহমদ, ডা: বশির আহমদ, নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমদ, প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন টেকনাফ সরকারী কলেজের অধ্যাপক মো: আবু তাহের, আতাউল গণি, মো: শাকের, মনজুর আলম, মো. ইউনুচ, আব্দুল মতলব, আমান উল্লাহ, সৈয়দ সালাম প্রমুখ। এতে মরহুম শিক্ষকের সুযোগ্য সন্তান বিশিষ্ট সাংবাদিক একেএম নুরুল করিম রাসেল ও বিশিষ্ট ঠিকাদার একেএম মনজুরুল করিম সোহাগসহ প্রাক্তন ছাত্র,-বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো. সেলিম।
https://youtu.be/7q_3H48FHjg

আপনার মন্তব্য লিখুন...

Top
canlı bahis canlı poker canlı casino canlı casino canlı casino canlı casino oyna canlı casino