বার্তা পরিবেশক : গত ১০ জানুয়ারী দৈনিক সকালের কক্সবাজায় পত্রিকায় প্রকাশিত ‘ইয়াবার ৬০গডফাদার’ শিরোনামে প্রকাশিত সংবাদাংশে ৬০জন ইয়াবা গডফাদারের নামের তালিকায় টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের নাম জড়ানো হয়েছে। যা বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা বাংলাদেশ ছাত্রলীগ হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার পক্ষ থেকে এই তালিকার তীব্র বিরোধীতা করে বলতে চায় যে, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি,সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা যুবলীগের বর্তমান সফল সভাপতি নুরুল আলম চেয়ারম্যান ইয়াবা চোরাচালান তথা কোন ধরনের মাদক চোরাকারবারীদের সাথে সম্পৃক্ত নই। তারই পরিবারে এই ঘৃণ্য কাজে সংশ্লিষ্ট কোন সদস্য নেই। এই উদীয়মান নেতাকে শুধু রাজনৈতিকভাবে জনসম্মুখে হেয়পন্ন করার জন্য প্রতিপক্ষ ঠান্ডা মাথায় এই তালিকায় নুরুল আলম চেয়ারম্যানের নাম অর্ন্তভূক্ত করা হয়েছে। আমরা অবিলম্বে এই তালিকা সংশোধন করার জন্য সরকারের উর্ধ্বতন মহলের আন্তরিক সহায়তা ও হস্তক্ষেপ কামনা করছি। এই মিথ্যা, বানোয়াট, স্বার্থান্বেষী মহল এবং রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে প্রস্তুতকৃত তালিকা সংশোধন এবং মানহানিকর সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনের কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
রবিউল হাসান-সভাপতি
জামাল উদ্দিন-সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ,হোয়াইক্যং মডেল ইউনিয়ন,দক্ষিণ শাখা।