টেকনাফ টুডে ডেস্ক |
হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরের জেলা দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ।
দিনাজপুরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। রোববার এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
রোববার এটিই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি।
এ কর্মকর্তা আরও জানান, গত দুই বছরের মধ্যে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী গতবছর শীত মৌসুমে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, সোমবারও তাপমাত্রা কম থাকতে পারে। তবে ৯ অথবা ১০ জানুয়ারি থেকে এই অবস্থার উন্নতি হতে পারে।
তোফাজ্জল হোসেন জানান, এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হালকা ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহটি শনিবার থেকে তীব্র আকার ধারণ করেছে। এ কারণেই তাপমাত্রা নেমে আসার পাশাপাশি তীব্র শীত অনুভূত হচ্ছে।
এদিকে দিনাজপুরে রোববার সারা দিন সূর্যের মুখ দেখা যায়নি। তবে বিকাল ৪টার পর সামান্য সূর্যের দেখা মিললেও তা ছিল খানিকক্ষণ।