অনলাইন ডেস্ক :
দুই লাখ টাকা ঘুষসহ যশোর মাদকদ্রব্যঅধিদফতরের উপ-পরিচালক নাজমুল করিমকে গ্রেফতার করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) হট নাম্বারে (১০৬) অভিযোগের সূত্র ধরে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক নাসিম আনোয়ার তাকে গ্রেফতার করেন।
বুধবার বেলা সোয়া ৩টার দিকে যশোর ডিসি চত্বরে অবিস্থত মাদকদব্য অধিদফতরের কার্যালয় থেকে নাজমুল করিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বিকালে মাদকদ্রব্যঅধিদফতরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাসিম আনোয়ার। তিনি বলেন, ১০ দিন আগে যশোরের মাদক ব্যবসায়ী শেখ মহব্বত আলী দুদকের হট নাম্বারে ফোন করে অভিযোগ করেন। ওই অভিযোগের সূত্র ধরে বেলা সোয়া ৩টার দিকে নিজ কার্যালয় থেকে ঘুষের ২ লাখ টাকাসহ নাজমুল করিমকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।