শ.ম.গফুর, উখিয়া (কক্সবাজার) :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কক্সবাজারগামী ১টি পিকআপ, ১২ হাজার ৯ শ প্যাকেট বার্মিজ সিগারেট, নগদ টাকা সহ ২ পাচারকারীকে আটক করেছে। গতকাল বুধবার সকালে ধেছুয়াপালং এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় ১৮ লক্ষ ৮৪ হাজার ৬শ টাকা বলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মঞ্জুরুল হাসান খান জানিয়েছেন। আটককৃতরা হল চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ডেমছা হাঙ্গরকুল গ্রামের আবদুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার মৃত ইলিয়াছের ছেলে শাহাব উদ্দিন (২৭)।
উখিয়ায় চোরাইপণ্য সহ আটক ২
