Wednesday, December 8, 2021
Homeকক্সবাজারপ্রাইভেটকার-টমটম সংঘর্ষে নিহত ২

প্রাইভেটকার-টমটম সংঘর্ষে নিহত ২

: কক্সবাজার শহরে প্রাইভেটকার ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ছয়জন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের মোটেল রোডের শৈবাল হোটেলে সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়ার চরপাথরঘাটার আহমদ মিয়ার ছেলে শাহ আলম (৫০) ও পটিয়া কুসুমপুরা এলাকার মৃত মনা মিয়ার ছেলে আব্দুস সালাম (৫৫)।

নিহত শাহ আলমের বন্ধু মো. আলী জানান, খুব সকালে সৈকত দেখতে লাবণী পয়েন্টে যান তারা। সেখান থেকে টমটমে শহরে ফিরছিলেন। পথিমধ্যে শৈবাল হোটেলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ওই টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন টমটমচালকসহ ছয়জন।

মো. আলী আরও জানান, তারা কক্সবাজার ট্রাক, মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে কক্সবাজার এসেছিলেন।

ফায়াস সার্ভিস কর্মকর্তা সাগর জানান, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ ওই হাসপাতাল মর্গে রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি রনজিত বড়ুয়া বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments