Thursday, December 9, 2021
Homeউখিয়াবিনম্র শ্রদ্বা ও গভীর শোকের মধ্য দিয়ে উখিয়ায় পালিত হচ্ছে জাতীয় শোক...

বিনম্র শ্রদ্বা ও গভীর শোকের মধ্য দিয়ে উখিয়ায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

এম, এস রানা :
বিনম্র শ্রদ্বা, গভির শোকের মধ্যদিয়ে উখিয়ায় পালিত হচ্ছে জাতিয় শোক দিবস ও জাতির জনকের ৪২তম শাহাদাৎ বার্ষিকী।

হাজার বছরের শ্রেঁষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্হপতি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যার মধ্য দিয়ে ১৯৭৫ সনের ১৫ আগষ্টের কালো রাত্রীতে একদল নরপশু রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল।

বঙ্গবন্ধু ও তার স্বপরিবারের উপর ঠান্ডা মাথায় চালানো হয় ইতিহাসের নির্মম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।

ফলে বাঙ্গালী হারায় তাদের জাতিরজনককে আর বিশ্ব হারায় একজন অভিসম্বাধিত মুক্তির দিশারী।

বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ব্যাপক কর্মসুচি পালন করে যাচ্ছে।

আজ উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্টান, কলেজ বিদ্যালয় বন্ধ রয়েছে এবং ব্যবসা প্রতিষ্টান সহ সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো সকাল থেকে বিভিন্ন কর্মসুচি পালন করেছে। কর্মসূচীর মধ্তাযে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, র‍্যালী, আলোচনা সভা ও কাঙ্গালী ভোঁজ।

এদিকে আজ সকালে বানিজ্যিক ষ্টেশন কোটবাজারে পৃথক পৃথক র‍্যালী করেছে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments