জাহাঙ্গীর আলম, টেকনাফ :
টেকনাফে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।
কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দেয় নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম টেকনাফের ৪টি কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার জানান, টেকনাফের ৪টি কেন্দ্রে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৩টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ৩জন ও ১টি দাখিল পরীক্ষা কেন্দ্রে কোরআন মজিদের পরীক্ষায় ৪জন অনুপস্থিত ছিল।
এর মধ্যে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন।
এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন।
হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল।
অপরদিকে দাখিল সমমানের পরীক্ষায় রঙ্গিখালী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন। টেকনাফে এবার মোট পরীক্ষার্থী সংখ্যা ১৩৭০ জন।
টেকনাফে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্নভাবে সম্পন্ন, অনুপস্থিত-৭
