হ্নীলা প্রতিনিধি |
টেকনাফের হ্নীলায় ১০ হাজার ১৫৫ পিচ ইয়াবাসহ জামাল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
২৮ জানুয়ারী শনিবার দুপুর ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকায় নুর মোহাম্মদের বাড়ির সামনে থেকে তাকে আটক করে হ্নীলা বিওপির হাবিলদার নুুরুর নেতৃত্বে বিজিবির টহল দল।
সে একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা।
ধৃত যুবককে শনিবার বিকালে টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।