টেকনাফ প্রতিনিধি::টেকনাফে ভূমি অফিসের কাননুগো ও সার্ভেয়ারের হুমকিতে হার্ট এ্যাটাকে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
উক্ত দুই কর্মকর্তার হুমকিতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে হ্নীলার মৌলভী আবদুর রহমান নামের এক ব্যক্তি।
২৪ জানুয়ারী মঙ্গল বার আছরের নামাজের পর টেকনাফ উপজেলা ভূমি অফিসেই ঘটে এ ঘটনা।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতক্ষদর্শী বলেন “হ্নীলা পশ্চিম পান খালী এলাকার খায়রুল বশরের পুত্র মৌলভী আবদুর রহমান (৪০) জমির নামজারী সম্পাদনের জন্য টেকনাফ ভূমি অফিসের কাননুগো ও সার্ভেয়ারের সাথে মোটা টাকার চুক্তিবদ্ধ হয়। চুক্তি মতে প্রায় কয়েক লাখ টাকা গ্রহন করার পরও টেকনাফ ভূমি অফিসের কাননুগো মোহাম্মদ মুসা ও সার্ভেয়ার দেলোয়ার হোসাইন কাজ সম্পাদন না করে উল্টো হুমকি-ধমকি প্রদান করে।
২ জনের বেপরোয়া হাঁকা বকায় হঠাৎ মৌলভী আবদুর রহমান কানুনগোর অফিস কক্ষের বসা চেয়ারেই জ্ঞান হারায়। এ অবস্থায় পাশর্^বর্তী রুম থেকে লোকজন এসে দ্রুত টেকনাফ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত আসছে…