টেকনাফ টুডে ডেস্ক |
আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সন্দেহভাজন ১৫ সদস্যকে আটক করা হয়েছে। যাদের মধ্যে জিম্মিকারী চক্রের সসদ্যও রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৩ এর একটি টিম তাদের আটক করে।
বৃহস্পতিবার সকালে র্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সিনিয়র এ এস পি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে নগদ অর্থ।
তবে আটকদের নাম-পরিচয় জানানো হয়নি। এছাড়া নগদ অর্থের পরিমাণ কতো তাৎক্ষণিক তা নিশ্চিত করা হয়নি।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযানে অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে ১০ জন এবং জিম্মিদের হাতে লিবিয়ায় আটক এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
তবে তাদের নাম-পরিচয়ও নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে পরে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেন র্যাবের এই কর্মকর্তা।