দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে আগামী ২২ জানুয়ারি। এটি ২০১৭ সালের প্রথম অধিবেশন।
মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন আহ্বান করতে হয়।
এর আগে গত ৮ ডিসেম্বর জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপ্তি হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ২২ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আহ্বান করেন।