সংবাদ বিজ্ঞপ্তি :
ককসবাজার জেলা শরের ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসা ককসবাজার ইসলামিক রিসার্চ সেন্টার সমিতি পাড়ার ১২ তম বার্ষিক সভা আগামী ২৪ শে জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত সভায় ইনশা আল্লাহু তাআলা প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত কওমী মাদ্রাসা শিক্ষা বোড়ের সুযোগ্য মহাসচিব, ও গোপালগঞ্জের ঐতিহ্যবাহী গওহর ডাঙ্গা মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতি রুহুল আমীন সাহেব। কুরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক সাহেব কুয়াকাটা বরিশাল।
ককসবাজার ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক সাহেব এ সংবাদ নিশ্চিত করেন।
ককসবাজার ইসলামিক রিসার্চ সেন্টার সমিতিপাড়ার বার্ষিক সভা ২৪ জানুয়ারী
