টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে ৯৯৮৪ পিচ ইয়াবা ও মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি। ধৃত ব্যক্তি হচ্ছে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার হাকিম আলীর ছেলে মোঃ জামাল হোসেন (২৭)।
৮ ডিসেম্বর দুপুর সোয়া ১২টার দিকে সাবরাং নুর আহমদ চেয়ারম্যানের টেক নামক এলাকা থেকে ইয়াবা ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, সাবরাং থেকে দুই মোটর সাইকেল আরোহী টেকনাফের দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে থামার সংকেত দিলে আরোহী পালিয়ে যায়। এসময় চালক জামাল হোসেনকে আটক করে বিজিবি।পরে তার শরীরে তল্লাশী চালিয়ে ইয়াবা গুলি উদ্ধার করা হয়।
এঘটনায় পালিয়ে যাওয়া একই এলাকার বাসিন্দা মোহাম্মদ রাজা মিয়া ছেলে মোহাম্মদ জাবেদ মিয়াকে পলাতক আসামি দেখিয়ে ধৃতকে ইয়াবা ও মোটর সাইকেলসহ টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
টেকনাফের সাবরাংয়ে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক-১
