yaba_1-2.jpg

সেন্টমার্টিনে কোস্টগার্ড অভিযানে দেড় লাখ পিচ ইয়াবাসহ ১৫ পাচারকারী আটক : ট্রলারসহ
টেকনাফ টুডে ডটকম::সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে দেড় লাখ পিচ ইয়াবা ও ট্রলারসহ ১৫ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। টেকনাফ ও সেন্টমার্টিন কোস্টগার্ডের যৌথ অভিযানে শুক্রবার ভোরে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা টেকনাফ মহেশখালী দ্বীপসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানায়। এরা মায়ানমার থেকে বোটে করে এসব ইয়াবা বাংলাদেশে আনছিল বলে জানা গেছে।

কোস্ট গার্ডের টেকনাফস্থ স্টেশনের লে. কমান্ডার নাফিউর রহমান জানান, গতকাল রাতে সেন্টমার্টিনের অদূরে ছেঁরাদ্বীপ সংলগ্ন সাগরে একটি বোটকে সন্দেহ হয় কোস্টগার্ডের। এসময় বোটটিকে ধাওয়া করলে বোট ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বোটে তল্লাসী চালিয়ে এক লাখ পিচ ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। এছাড়া একই সময়ে ছেঁরাদ্বীপের দেড় নটিক্যাল মাইল দক্ষিণে একটি ফিশিং ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই ট্রলার থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বোটে থাকা ১৫ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড।

ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।