নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব নিয়ে ১৮ নভেম্বর শুক্রবার সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন পুনর্গঠনের রূপরেখা তুলে ধরবেন খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনের আগে স্থায়ী কমিটি ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে রূপরেখার ওপর প্রয়োজনীয় পরামর্শ নেবেন বিএনপি চেয়ারপারসন।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। নতুন কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।