জাহাঙ্গীর আলম,হোয়াইক্যং |
হোয়াইক্যং কাঞ্জর পাড়া কবরস্থানের উত্তর পাশে অভিযান চালিয়ে কামরুল হাসান(১৯) নামক এক যুবক কে একটি এলজি ২ রাউন্ড কাটুজ সহ আটক করেছে পুলিশ । শনিবার রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয় বলে হোয়াইক্যং এর আইসি এস.আই শেফায়ত আহমদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত যুবক কামরুল হাছান পুলিশ কে জানায়, জিয়াউল হক বাবুল পিতা শমসুল আলম নামক কান্জর পাড়ার এক ইয়াবা গড ফাদার অস্ত্রটি আমাকে ৫০ টাকার বিনিময়ে তার বাড়িতে পৌছে দিতে আমাকে দেয়। সে নিজে আমার পেন্টের ভিতরে ঢুকিয়ে দেয়। সরলতায় আমি তা বহন করি মাত্র। পুলিশ জানায়, এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।
হোয়াইক্যংয়ে দেশীয় অস্ত্র সহ কামরুল হাছান আটক
