বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের চলতি আসর হিসেবে ঢাকা ডায়নামাইটসের ১৭০ রানের পুঁজিতেই জয়টা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে রংপুর রাইডার্সের এভাবে দুমড়ে-মুচড়ে যাওয়াটা হয়তো প্রত্যাশিত ছিল না। শেষ পর্যন্ত ৭৮ রানের হার সঙ্গী হলো শহীদ আফ্রিদিদের।
শনিবার মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ঢাকা।
দলের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ২৮ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। এছাড়া নাসির হোসেন ৩৮ এবং সাঙ্গাকারা ২৯ রান করেন।
রংপুরের হয়ে আফ্রিদি ও সোহাগ গাজী ২টি করে এবং আরাফাত সানি ও লিয়াম ডওসন ১টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে শুরুতেই আউট হন সৌম্য সরকার। মাত্র ২ রান করে নাসির হোসেনের বলে বোল্ড হন তিনি। পরের ওভারেই কোনো রান না করেই সাকিব আল হাসানের বলে বোল্ড হন মোহাম্মদ মিথুন।
খুব দ্রুতই ফিরে যান মোহাম্মদ শেহজাদ। তিনি মাত্র ১১ রান করে সানজামুল ইসলামের বলে নাসিরের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে ৯২ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস। রংপুরের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাইম ইসলাম।
ম্যাচসেরা হয়েছেন ঢাকা ডায়নামাইটসের মোসাদ্দেক হোসেন সৈকত।